Eastmedinipur

May 06 2023, 15:07

*ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোকা, ঘূর্ণিঝড় মোকাবিলায় জেলার ব্লকে ব্লকে বিশেষ মোহড়া - জানালেন জেলাশাসক*


দিঘা: আবারও ঘূর্ণিঝড়ের সম্ভবনা। আগে থেকে প্রস্তুত থাকতে চায় জেলা প্রশাসন। তাই শনিবার জেলার প্রতিটি ব্লকে ঘূর্ণিঝড় মোকাবিলার বিশেষ মোহড়ার নির্দেশ দিয়েছেন জেলাশাসক পূর্ণেন্দু মাজি। সম্প্রতি পর পর কয়েক বছর বুলবুল, ফণি, আমফান, ইয়াস প্রভৃতি ঘূর্ণিঝড়ে জেলার উপকূল এলাকা দিঘা, তাজপুর, মন্দারমণি,খেজুরি, নন্দীগ্রাম, হলদিয়া ব্যাপকভাবে ক্ষতির মুখে পড়েছিলো।

পাশাপাশি জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। আবহাওয়া দপ্তরের আগাম ঘূর্ণিঝড়ের বার্তায় জেলার মানুষের পাশাপাশি প্রশাদনও চিন্তায় পড়েছে। ঘূর্ণিঝড় মোকার প্রভাব পড়লে কি কি করতে হবে তা আগে থেকে জেলার মানুষকে অবগতি করার জন্য জেলার ব্লকে ব্লকে বিশেষ মোহড়ার ব্যবস্থা করেছে জেলা প্রশাসন। জেলাশাসক পূর্ণেন্দু মাজি জানান, বছরের বিভিন্ন সময় আমরা ঘূর্ণিঝড় মোকাবিলার মোহড়ার ব্যবস্থা করে থাকি। সামনে ঘূর্ণিঝড় মোকার প্রভাব পড়ার সম্ভবনার কথা শোনা আচ্ছে। তাই এলাকার মানুষ যাতে আতংকিত না হয় তার জন্য আগে থেকে আমরা ব্লকে ব্লকে ঘূর্ণিঝড় এলে সাধারণ মানুষ,প্রশাসনের কি কি করনীয় তা মোহড়ার মাধ্যমে তুলে ধরা এবং আপদকালীন ব্যবস্থা করে রাখা।

সম্প্রতি পর পর ঘূর্ণিঝড়ে রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র দিঘা ধ্বংসস্তূপে পরিনত হয়। সেই দিঘাকে পর্যটক উপযোগী করে তোলে রাজ্য সরকার।বহু অর্থ ব্যয়ের ফলে দিঘা সেজে উঠেছে। সেই দিঘায় পর্যটকদের আনাগোনা বাড়ছে। বাড়ছে ব্যবসা। ছন্দে ফিরছিলো দিঘা। আবার ঘূর্ণিঝড়ের পূর্বাভাস পেয়ে চিন্তায় পড়েছে স্থানীয় ব্যবসায়ী থেকে প্রশাসন। যদিও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মালদার সভা থেকে জানিয়েছেন, রাজ্য সরকারের উদ্যোগে দিঘায় গড়ে তোলা হচ্ছে জগন্নাথদেবের মন্দির। আর সেই মন্দিরের এমন এক প্রকার যন্ত্র লাগানো হয়েছে তাতে ঘূর্ণিঝড় এলেও এলাকায় কোনো ক্ষয়ক্ষতি হবে না। কি ভাবে তা সম্ভব তার বৈঞ্জানিক ব্যাখ্যা যদিও পরিকার নয়। তবে মুখ্যমন্ত্রীর এই ধরনের মন্তব্যের ফলে জেলা তথা দিঘার মানুষজন, ব্যবসায়ীরা মনে স্বস্তি পাচ্ছেন।

এখন দেখার ঘূর্ণিঝড় মোকা বাংলা তথা পূর্ব মেদিনীপুর জেলায় কতটা প্রভাব পড়ে আর তার মোকাবিলায় প্রশাসন কি ভূমিকা পালন করে।

Eastmedinipur

May 06 2023, 09:53

*বৌদির সঙ্গে অবৈধ সম্পর্ক জানতে পারেন স্ত্রী, তার জেরেই খুন সাত মাসের কন্যা সন্তান সহ স্ত্রী,ঘটনাটি মহিষাদলের*


তমলুকের সোনম খাতুন(২৩)এর সাথে ২ বছর আগে বিয়ে হয় মহিষাদলের লক্ষা ১ নম্বর গ্রামের চক গাজীপুরের বাসিন্দা শেখ সলমনের। সাত মাসের একটি কন্যা সন্তান রয়েছে তাদের। শুক্রবার সন্ধ্যে সাতটা নাগাদ সোনম খাতুনের শ্বশুরবাড়ি থেকে ফোন যায় মেয়ের বাবা মঈনুদ্দিন আলীর কাছে। বলা হয় কন্যা সন্তান সহ আত্মহত্যা করেছেন সোনম।

মেয়ের বাড়ি পৌঁছলে তারা দেখেন কন্যাসন্তান সহ মেয়ের মৃতদেহ শোয়ানো রয়েছে। মৃতার বাবা মইনুদ্দিন আলী অভিযোগ করেছেন তার মেয়ের স্বামীর সঙ্গে তার বউদির অবৈধ সম্পর্ক ছিল। সে কথা তার মেয়ে জানতে পেরে যাওয়ায় তার মেয়েকে খুন হতে হয়।অবৈধ সম্পর্কের কথা তারা কিছুদিন পূর্বেই জানতে পেরেছেন। এই সম্পর্কে জেরেই খুন হতে হলো তার মেয়েকে।

ঘটনায় মহিষাদল পুলিশ মৃতার স্বামী সহ ১ জনকে গ্রেফতার করেছে বলে পুলিশ সূত্রে খবর।

Eastmedinipur

May 06 2023, 08:45

*আবারও উতপ্ত ময়না, উদ্ধার বোমা,চাঞ্চল্য এলাকায়*


ময়না : আন্দোলনের অন্যতম না হয়ে উঠেছে ময়না। সেই ময়নায় আবাও উদ্ধার হলো বোমা, জ্বললো আগুন, ভাঙচুর করা হলো বাড়ি। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

ময়না থানা এলাকার গোড়ামাহাল এলাকায় উদ্ধার তিনটি তাজা বোমা। নিহত বিজেপি বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইয়া বাড়ির পাশের এলাকায় পুকুর পাড়ে বোমা গুলি দেখতে পাওয়া যায়। তৃণমূল দুষ্কৃতীরা মজুত করেছে এমনি অভিযোগ বিজেপির। পাল্টা গোড়ামাহাল গ্রামে তৃণমূল কর্মীদের বাড়ি ভাঙচুর করে বিজেপি বলে স্থানীয় তৃণমূল নেতৃতত্বের অভিযোগ।

তৃণমূলের এক নেতার বাড়ি ভাঙচুর করে বাইক জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। যদিও বিজেপির দাবি সাজানো ঘটনা তৃণমূলের। পুলিশ বোমা গুলিকে উদ্ধার করেছে। এলাকায় রয়েছে পুলিশ। কবে এলাকায় ফিরবে শান্তি তার চিন্তায় দিন কাটছে এলাকার মানুষের।

কয়েকদিন আগে বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভূঁইয়াকে অপহরণ করে খুন করা হয়। সেই ঘটনাকে নিয়ে রাজনৈতিক উত্তাল হওয়ার পর আবার বোমা উদ্ধার, আগ্নি সংযোগ ও বাড়ি ভাঙচুরের ঘটনায় নতুন করে অশান্তি সৃষ্টি হয়েছে।শনিবার সকাল থেকে আবার থমথমে হয়ে পড়েছে ময়নার গোড়ামাহাল এলাকা।

Eastmedinipur

May 04 2023, 17:37

*ময়নাগড় কাণ্ডে মূল অভিযুক্তকে আদালতে পেশ*
ময়নায় বিজেপির নেতা খুনের ঘটনায় গ্রেপ্তার তৃণমূল নেতা মিলন ভৌমিকে তমলুক জেলা আদালতে তোলা হলে বিচারক ১৪দিনের পুলিশে হেফাজতের নির্দেশ দেন।ময়না: ময়নায় বিজেপি নেতা খুনের গ্রেপ্তার করা হলো তৃণমূল নেতা মিলন ভৌমিককে। ময়না থানা থেকে তমলুক জেলা আদালতে তোলা হয়। এদিন যখন অভিযুক্ত মিলন ভৌমিককে আদালতে নিয়ে যাওয়া হয় তখন তিনি বললেন আমি নির্দোষ, আমাকে রাজনৈতিকগত ভাবে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।যদি বিজেপি প্রমাণ করে দিতে পারে আমি দোষী তাহলে সমস্ত রকম শাস্তি আমি মাথা পেতে নেব। যখন ঘটনাটি ঘটে আমি বাকচা বাজারে বাজার করছিলাম। ১৫-২০ বছর তৃণমূলের কর্মী ছিলাম আমাকে হারাতে পারেনি বলে বিজেপি এই দোষ দিচ্ছে। মিলন ভৌমিককে তমলুক জেলা আদালতে তোলা হলে বিচারক শ্রুতিরুপা ঘোষ মাজী ১৪দিনের পুলিশে হেফাজতের নির্দেশ দেন।ময়নায় বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভূইয়ার খুনের ঘটনায় মোট ৩৪ জনের নামে অভিযোগ দায়ের হয়েছে। সেই অভিযোগের তালিকায় ২৬ নম্বরে রয়েছে মিলনের নাম। বাকিদের গ্রেপ্তার করতে এতো দেরি করছে কেনো তা দাবি তুলছে স্থানীয়রা।

Eastmedinipur

May 04 2023, 15:59

*হলদিয়া মহকুমা প্রশাসনিক কর্তাদের নিয়ে রিভিউ মিটিংয়ে জেলাশাসক ধমকালেন বিডিওদের, মে মাসের মধ্যে শেষ করতে হবে পথশ্রী প্রকল্পের কাজ,*


মহিষাদল: পথশ্রী থেকে সরকারি প্রকল্পের কাজের কতটা অগ্রগতি হয়েছে তা জানতে বৃহস্পতিবার মহিষাদলের কাপাসএ্যাড়ায় অডিটোরিয়ামে হলদিয়া মহকুমা এলাকার বিডিওদের নিয়ে বিশেষ সমীক্ষা সভার আয়োজন করা হয়। সেই সমীক্ষা সভায় পথশ্রী প্রকল্পের কাজ কতটা এগিয়েছে,কত দিনের মধ্যে শেষ হবে যেমন জানেন জেলাশাসক পূর্ণেন্দু মাজি তেমনি আগামী মে মাসের মধ্যে পথশ্রীর প্রকল্পের কাজ শেষ করা নির্দেশ দেন।

হলদিয়া মহকুমা এলাকার মহিষাদল, সুতাহাটা, হলদিয়া, ও নন্দীগ্রাম- ১ ও ২ ব্লকের বিডিওদের কাছ থেকে সরকারি প্রকল্পের কাজের অগ্রগতি কতটা তা জানেন জেলাশাসক। সরকারি প্রকল্পের কাজ দ্রুত শেষ করতে হবে। গড়িমসি করা যাবে না বলে সাফ জানিয়েদেন জেলাশাসক।

এদিনের সমীক্ষা সভায় জেলাশাসকের পাশাপাশি উপস্থিত ছিলেন হলদিয়া মহকুমা শাসক সুপ্রভাত চট্টোপাধ্যায়, অতিরিক্ত জেলাশাসক জেলাপরিষদ শ্রেতা আগরওয়াল, জেলাপরিষদের সভাধিপতি উত্তম বারিক, সহ সভাপতি সেখ সুফিয়ান সহ অন্যান্যরা।

Eastmedinipur

May 04 2023, 12:20

*কেন আসেননি ডিএম-এসপি, বাকচা গ্রামে পৌঁছেই পুলিশকে ধমক জাতীয় এসসি কমিশনের*


ময়নার বাকচা গ্রামে পৌঁছেই বিজেপি নেতার মৃত্যুর ঘটনায় পুলিশকে তুলোধোনা করলেন জাতীয় এসসি কমিশনের ভাইস চেয়ারম্যান অরুণ হালদার। কেন তাঁর পরিদর্শনের সময় এসপি ও ডিএম ঘটনাস্থলে উপস্থিত নেই, তুললেন সেই প্রশ্ন!

বৃহস্পতিবার সকালে ময়নার বাকচা গ্রামে পৌঁছন জাতীয় এসসি কমিশনের ভাইস চেয়ারম্যান অরুণ হালদার। যেখান থেকে বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইয়ার দেহ মিলেছে সেই জায়গা ঘুরে দেখেন। কথা বলেন পরিবারের সদস্যদের সঙ্গে। তারপরেই ঘটনাস্থলে উপস্থিত পুলিশ আধিকারিকদের ধমক দেন। কেন বিজয়কৃষ্ণবাবুর দেহ নিয়ে যাওয়ার পর ঘটনাস্থল ঘিরে ফেলা হয়নি, কেন দেহ উদ্ধারের পরেই মৃতের পরিবারকে খবর দেওয়া হয়নি, সেই প্রশ্ন তোলেন অরুণ হালদার। ডিএম এসপি কেন ঘটনাস্থলে হাজির হননি, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

পরে বলেন সবাইকে দিল্লিতে তলব করবেন তিনি। এদিকে বিজেপির বুথ সভাপতি খুনের ঘটনায় তৃণমূলের পঞ্চায়েত সদস্য মিলন ভৌমিককে গ্রেফতার করেছে পুলিশ। খুনের দু'দিন পরেও খুনিরা ধরা না পড়ায় ক্ষোভ বাড়ছিল এলাকায়। অবশেষে বুধবার গভীর রাতে বিজেপির বুথ সভাপতি খুনের ঘটনায় তৃণমূলের পঞ্চায়েত সদস্য মিলন ভৌমিককে গ্রেফতার করেছে পুলিশ। খুনের দু'দিন পরেও খুনিরা ধরা না পড়ায় ক্ষোভ বাড়ছিল এলাকায়।

অবশেষে বুধবার গভীর রাতে ময়নার বলাইপন্ডার মেয়ের বাড়ি থেকে গ্রেফতার করা হয় মিলনকে। মৃতের স্ত্রীর অভিযোগের ভিত্তিতেই তাঁকে গ্রেফতার করা হয় বলে পুলিশ জানিয়েছে। বৃহস্পতিবার তাঁকে আদালতে তোলা হচ্ছে। অভিযুক্ত তৃণমূল নেতাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ। বিজয়কৃষ্ণর গ্রাম গোড়ামহলেরই বাসিন্দা মিলন। বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভুঁইয়া খুনে প্রথম গ্রেফতার হওয়া এই ব্যক্তির নাম মিলন ভৌমিক। পুলিশ জানিয়েছে, ধৃত এলাকার স্থানীয় তৃণমূল নেতা। মৃতের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে ময়নার বলাইপন্ডার মেয়ের বাড়ি থেকে গ্রেফতার করা হয় মিলনকে। আপাতত বাকি হামলাকারীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

এলাকাবাসীরা জানিয়েছেন, বিজয়কৃষ্ণর গ্রাম গোড়ামহলেরই বাসিন্দা মিলন। এদিকে হাইকোর্টের নির্দেশ মেনে দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য তমলুক জেলা হাসপাতাল থেকে বিজয়কৃষ্ণ ভুঁইয়ার দেহ

কলকাতার কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হল। কেন দেহ নিতে দেরি তা নিয়ে বুধবার রাত থেকেই দফায় দফায় বিক্ষোভ দেখান বিজেপির কর্মী সমর্থকরা। পাশাপাশি বৃহস্পতিবার সকালেও চলে বিক্ষোভ।

Eastmedinipur

May 04 2023, 12:19

*বন্যপ্রাণী শিকার রুখতে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে বিশেষ সচেতনতা প্রচার*


তমলুক : বন্যপ্রাণী শিকার রুখতে পূর্ব মেদিনীপুর জেলার বনদপ্তর ও জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে সচেতনতামূলক ট্যাবলো প্রচারের শুভ উদ্বোধন হয়। মঙ্গলবার সকালে তমলুকে আদালত চত্বর থেকে ট্যাবলোর উদ্বোধন হয়। উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন জেলা ও দায়রা বিচারক সুযশা মুখোপাধ্যায়, জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব তথা বিচারক সমরেশ বেরা, পূর্ব মেদিনীপুর জেলার বিভাগীয় বনাধিকারিক অনুপম খান সহ অন্যান্য আধিকারিকগণ।

সামনে ফলহারিনী কালীপুজো। এই কালীপুজো উপলক্ষে বাহির থেকে অনেক লোকজনেরা এই জেলার বিভিন্ন প্রান্তে বন্যপ্রাণী শিকার করার জন্য ঢুকে পড়েছে।তারা যাতে বন্যপ্রাণী শিকার করতে না পারে। তার জন্য এই ট্যাবলো গাড়ির দ্বারা এলাকার মানুষদের সচেতনতামূলক প্রচারাভিযান বলে জানান বনাধিকারিক অনুপম খান।

জেলায় বহু জানা- অজানা পশু পাখি রয়েছে। সেই সমস্ত পশু পাখি শিকার করার ফলে ক্রমেই কমছে পশু পাখির সংখ্যা। প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে পশু পাখির বসবাস প্রয়োজন। তাই জেলা প্রশানের উদ্যোগে সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহন করা হয়েছে।।

Eastmedinipur

May 04 2023, 08:49

*ময়নায় বিজেপি নেতা খুনের ঘটনায় গ্রেপ্তার এক*


ময়না: ময়নায় বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভূইয়ার খুনের ঘটনায় পুলিশ এক জনকে গ্রেপ্তার করেছে। অভিযুক্তের নাম মিলন ভৌমিক।গত সোমবার ময়নার বাকচার গোড়ামালের বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভূইয়াকে অপহরণ করা হয়। পরে তার দেহ উদ্ধার হয়। সোমবার থেকে ময়না উতপ্ত হয়ে পড়ে।

সোমবারের পাশাপাশি মঙ্গলবার ১২ ঘন্টা ময়না বন্ধ পালন করা হয়। বিজেপির পক্ষ থেকে ৩৪ জনের নামে অভিযোগ দায়ের হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। বুধবার রাতে মিলন ভৌমিক যার নাম ২৬ নম্বরে রয়েছে অভিযোগের তালিকায় তাকে গ্রেপ্তার করে। ময়না বিজেপি নেতা খুনের ঘটনায় প্রথম কেউ গ্রেপ্তার হলেন। বিজেপির পক্ষ থেকে বিজয়কৃষ্ণবাবুর ময়না তদন্ত কেন্দ্রীয় হাসপাতালে করার আবেদন জানায় হাইকোর্টে।

হাইকোর্ট নির্দেশ দিয়েছে দ্বিতীয় বার ময়না তদন্ত করার। তবে রাজ্য সরকারও অনুমতি দিয়েছে। বুধবার রাতে পরিবারের হাতে দেহ দেওয়া হয়েছে। হাইকোর্টের নির্দেশে মতো ময়না তদন্তের রিপোর্ট ময়না থানায় জমা করতে হবে। জানা গিয়েছে মিলন ভৌমিক গোড়ামাল গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সদস্য। ময়নায় বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভূইয়ার মৃত্যু সঠিক তদন্তের দাবিতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছেন। সেই প্রতিবাদ মিছিলের আগে ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করলো পুলিশ।ময়নায় নতুন করে যাতে অশান্তি সৃষ্টি না হয় তার জন্য মোতায়েন রয়েছে বিশাল পুলিশবাহিনী।

Eastmedinipur

May 03 2023, 19:01

*নন্দীগ্রামে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান, দলিয় পতাকা তুলে দিলেন দেবাংশু*


নন্দীগ্রাম : বাংলার প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে তৃণমূলের পক্ষ থেকে ঐতিহাসিক জনসভার আয়োজন করা হয় গোকুলনগর হাইস্কুল মাঠে। সেই জনসভায় গোকুলনগরে দেবাংশুর হাত ধরে সোনাচুড়া থেকে সরবিন্দু মাঝি, রাজু মাইতি, ভেকুটিয়া থেকে কানাইলাল গিরি সহ বেশ কয়েকজন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন।

তাদের হাতে দলিয় পতাকা তুলে দেন দেবাংশু। দেবাংশু ছাড়াও উপস্থিত ছিলেন নন্দীগ্রাম -১ ব্লকের সভাপতি বাপ্পাদ্যিত গর্গ, জেলা যুব সভাপতি আজগর আলি সহ অন্যান্যরা। এদিন কেন্দ্রীয় বঞ্চনার তীব্র প্রতিবাদ জানায় দেবাংশু সহ তৃণমূল নেতৃত্বরা।

Eastmedinipur

May 03 2023, 17:38

*প্রাকৃতিক দুর্যোগ সতর্কতায় মৎস্যজীবীদের শিবির নন্দীগ্রামে*


নন্দীগ্রাম: নন্দীগ্রাম এক ব্লক মৎস্য বিভাগের উদ্যোগে কেন্দেমারী বাছুরমারি খাল সংলগ্ন নদী তীরে ( গঙ্গা মেলা মোড়) ভারতীয় উপকূল রক্ষী বাহিনীকে নিয়ে মৎস্য আহরণে নির্দেশিকা, মৎস্যজীবীদের সুরক্ষা সহ প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনায় করণীয় পদক্ষেপ ও পরিবেশবান্ধব সচেতনতাসহ বিভিন্ন বিষয় নিয়ে সকল নৌকা, ফিশিং ট্রলারের সাথে যুক্ত মৎস্যজীবীদের সাথে একটি আলাপ-আলোচনা সভা অনুষ্ঠিত হল।

মৎস্যজীবিদের এই সভায় উপস্থিত ছিলেন নন্দীগ্রাম এক ব্লকের মৎস্য আধিকারিক সুমন কুমার সাহু, নন্দীগ্রাম এক পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মৌসুমি পানি সহ হলদিয়ার ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর আধিকারিকগন। ইন্ডিয়ান কোস্ট গার্ড সিকিউরিটি ড্রিল এর বিষয়ে আলোকপাত করে। এছাড়া প্রাথমিক পূর্বাভাস অনুযায়ী, মে মাসের দ্বিতীয় সপ্তাহে বিষুব রেখার কাছে সুমাত্রা সাগর বা আন্দামান সাগরে তৈরি হতে পারে ঘূর্ণিঝড় ‘মোচা’, সেই বিষয়ে মৎস্যজীবীদের অবগত করা হয়।

নন্দীগ্রাম এক ব্লকের মৎস্য আধিকারিক সুমন কুমার সাহু বলেন “মৎস্যজীবীদের সাথে নিবিড় যোগাযোগ রেখে চলা হচ্ছে তারই অঙ্গ হিসেবে এদিনের এই আলাপ-আলোচনা সভা অনুষ্ঠিত হল”। সভায় উপস্থিত মৎস্যজীবী সেকেন্দার মল্লিক, অজয় গিরি, আমিনুল ইসলাম প্রভৃতি বলেন –“ঘূর্ণিঝড় ‘মোচা’সহ এদিনের সভায় প্রাকৃতিক দুর্যোগ সতর্কতায় নৌকা-ট্রলার সহ মৎস্যজীবীদের সুরক্ষায় করনীয় সম্পর্কে জানতে পেরে খুব ভালো হল”।